জোট হয়েছে,ভোট যুদ্ধে জয়ী হতে-জাপা নেতা চিশতী

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী বলেন, তৃণমূলে পার্টিকে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে একক প্রার্থী দিয়ে আমাদের সরকার গঠন করতে হবে। বিএনপি’র ভিশন, জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার মিশন। এ লক্ষ্যে মহানগর এর প্রতিটি থানা ও ওয়ার্ড সমূহকে শক্তিশালী সংগঠন তৈরী করতে হবে। কর্মী বাহিনী তৈরী করতে। এখন আর আমাদের বসে থাকলে চলবে।

২৭ মে শনিবার মিরপুর থানা জাপা’র আহবায়ক সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ১২ নং ওয়ার্ডের জাতীয় পার্টির কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

পবিত্র মাহে রমযানের পরেই শুরু হবে সম্মিলিত জাতীয় জোট (ইউ এন এ) এর মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি। আমাদের এ উদ্দেশ্যে কাজ করে যেতে হবে। যার সংগঠনের জন্য মায়া নাই, পার্টির জন্য কাজ করেননা তারা পদ ধরে বসে থাকতে পারবেন না। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এই নির্বাচনই হবে স্যারের শেষ নির্বাচন। জোট হয়েছে ভোট যুদ্ধে জয়ী হবার লক্ষ্যে।

তিনি আরো বলেন, যাহা কিছু হচ্ছে তা আগামী নির্বাচনকে ঘিরেই। পবিত্র রমযান মাসে প্রতিটি থানা ও ওয়ার্ডে ইফতার পার্টিতে রাজনৈতিক আলোচনা ও কর্মী সমাবেশ করতে হবে। আমাদের মাঠে কাজ করার সুযোগ আছে, কর্মী আছে, তাদেরকে সু-সংগঠিত করতে হবে। ক্ষমতায় যাওয়ার প্রধান হাতিয়ার হলো কর্মী। কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এতে আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সেন্টু ও যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক।

সভায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার, মোহাম্মদ আলী, জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।

আজকের বাজার:এলকে/ এলকে/ ২৭ মে ২০১৭