জোডিয়াক পাওয়ারের শেয়ার কিনবে কনফিডেন্স সিমেন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ চট্টগ্রামে অবস্থিত জোডিয়াক পাওয়ার চট্টগ্রাম লিমিটেডের শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছে। প্রতিষ্টানটির ৫১ শতাংশ শেয়ার ক্রয় করবে তারা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রতিষ্টানটির প্রতিটি শেয়ার ১০ টাকা দরে ৫১ লাখ শেয়ার ক্রয় করবে। জোডিয়াক পাওয়ার চট্টগ্রাম একটি স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি।

৫৪ দশমিক ৩৬৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠানটি এইচপিও বেইজড পাওয়ার প্লান্ট । এটি অবস্থিত চট্টগ্রামের পতেঙ্গার কোলাগাওয়ে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশ পাওয়ার ডেভলেপমেন্ট বোর্ড (বিপিডিবি) ক্রয় করবে।

 

 

আজকের বাজার/মিথিলা