‘জোরপূর্বক’ আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহি হামিদ শিনওয়ারিকে সরিয়ে দিল তালেবান। সোমবার ফেসবুকে নিজেই এ খবর দিয়েছেন হামিদ। তালেবান শাসিত সরকারের সহযোগী সংগঠন হাক্কানি নেটওয়ার্ক শাখার প্রধান আনাস হাক্কানি তাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছেন তিনি।
হামিদ বলেন, ‘আনাস হাক্কানি ক্রিকেট বোর্ডের অফিসে এসে আমাকে বললেন- এসিবির সিইও হিসেবে তোমার চাকরি শেষ। একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঁচ মাস আগে আমি সিইও পদে নিযুক্ত হয়েছিলাম। আর এখন আমি জানি না, আমাকে ছাঁটাইয়ের কারণ।’ কেন তাকে সড়ানো হলো, সে বিষয়ে কিছুই বলেনি হাক্কানি নেটওয়ার্কের নেতা। হামিদকে শুধুমাত্র বলা হয়েছে, তার বদলে ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব নেবেন নাসিব খান।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) টুইটারেও বলা হয়েছে,হামিদের জায়গায় নাসিব খান দায়িত্ব নিয়েছেন। টুইট করে লেখা হয়েছে, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হলেন নাসিব খান। স্নাতকোত্তর ডিগ্রিধারী এই সংগঠকের ক্রিকেট সম্বন্ধে জ্ঞান রয়েছে।’
তালেবানরা গত মাসে আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকে হামিদ ছিলেন আফগান ক্রিকেটের মুখপাত্র। এখন তাকে সরিয়ে দিলেও আজিজউল্লাহ ফাজলিই এসিবির চেয়ারম্যান হিসেবে থাকবেন। সম্প্রতি সেদেশে আফগান নারীদের ক্রিকেট খেলা বন্ধ করেছে তালেবান। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান