জোর করে পুঁজিবাজার উঠানো-নামানো যায় না: সালমান এফ রহমান

পুঁজিবাজারকে জোর করে উঠানো-নামানো যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেছেন, ‘পুঁজিবাজারে সূচক উঠা-নামা করবে এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু সূচক পড়লেই বিনিয়োগকারীরা সেটাকে নেতিবাচকভাবে নেয়। এটা ঠিক না। বিনিয়োগকারীদেরকে এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।’

রোববার (২৮ এপ্রিল) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ‘স্থানীয় অবকাঠামো অর্থায়নে পুঁজিবাজার’শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও যুক্তরাজ্যের প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

সালমান এফ রহমান বলেন, ‘পুঁজিবাজারকে জোর করে উঠানো-নামনো যায় না। এটি নির্ভর করে বিনিয়োগকারীদের আস্থার উপর। আস্থা যত বাড়বে, ততই বাড়বে বাজার। তাই এই মুহূর্তে পুঁজিবাজারে গতিশীলতা ফেরাতে বিনিয়োগকারীসহ সব স্টেকহোল্ডারদের আস্থা ফেরাতে হবে। এ লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘমেয়াদি অর্থায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পুঁজিবাজারের সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। আর এ জন্য প্রয়োজন এই বাজারের পুনর্গঠন ও বাজারে চাঙাভাব ফেরানো। দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাংক নির্ভরশীলতা। ব্যাংকে গ্রাহকরা স্বল্পমেয়াদি ডিপোজিট রাখে, কিন্তু ব্যাংকগুলো দীর্ঘমেয়াদি অর্থায়ন করে। এটা সত্যিই অসামঞ্জস্য।’

দেশের পুঁজিবাজারে ১৯৯৬ এবং ২০১০ সালের ধসের কথা উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, ‘দুর্ভাগ্যজনক, এ ক্ষেত্রে বিনিয়োগকারী, ইস্যুয়ার এবং রেগুলেটর থেকে শুরু করে কোনো স্টেকহোল্ডার বিষয়টি অনুধাবন করতে পারেনি। সরকার বন্ড মার্কেট চালু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।’

কাঠামোগত উন্নয়নে দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে বন্ড কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান সালমান এফ রহমান।

ডিসিসিআইয়ের সভাপতি ওসামা তাসির বলেন, ‘২০১৪ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনে অবকাঠামো খাতে বাংলাদেশকে ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, ‘উন্নয়নের লক্ষ্য অর্জনে অবকাঠামো খাতে জিডিপির সাড়ে ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত বিনিয়োগ প্রয়োজন হবে। বর্তমানে এই খাতে বিনিয়োগের হার সাড়ে ৩ শতাংশের মতো। বিনিয়োগের এই ঘাটতি পূরণে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম এবং পিআইডিজির চেয়ারম্যান এন্ড্রু ব্রেইল ব্রিজ।