যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে বৃহস্পতিবার এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। জোড়া খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এ দন্ড দেয়া হয়। খবর এএফপি’র।
জর্জিয়া সংশোধন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ৯টা ৩৮মিনিটে জ্যাকশন কারাগারে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে ৫২ বছর বয়সী স্কটি মোরৌর মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
১৯৯৪ সালে ক্রিসমাসের পর মোরৌ জোরপূর্বক তার সাবেক গার্লফ্রেন্ডের বাসায় প্রবেশ করে। সেখানে ওই নারী তার শিশু এবং দুই বান্ধবী সাথে ছিল।
মোরৌ তার পাঁচ বছর বয়সের ছেলের সামনেই তিন নারীকে গুলি করে। এতে তাদের দু’জন নিহত হয়। নিহত দু’জনের মধ্যে একজন তার সাবেক গার্লফ্রেন্ড।
১৯৯৯ সালে এ জোড়া খুনের মামলায় মোরৌকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড দেয়া হয়।
বৃহস্পতিবার মার্কিন সুপ্রিম কোর্টে করা আইনজীবীদের চূড়ান্ত আপিল আবেদন নাকচ হওয়ায় তার দন্ড কার্যকর করা হয়।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রে এটি হচ্ছে পঞ্চম ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকরের ঘটনা।