জোয়ারে ভেসে যাচ্ছে ফেরদৌস-নিধুম

‘মেঘকন্যা’ সিনেমাটির একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। এতে চিত্রনায়ক ফেরদৌস ‘মেঘকন্যা’ সিনেমায় অভিনয় করেছেন। আর তার বিপরীতে অভিনয় করেছেন নিঝুম রুবিনা। সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। তরুণ নির্মাতা মিনহাজ অভি পরিচালিত সিনেমাটি আগামী ১২ অক্টোবর সারা দেশে মুক্তি পাচ্ছে।

‘জোয়ারে ভেসে যাচ্ছি দূরে’ শিরোনামের এই গানটি আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়। রোমান্টিক ঘরানার এই গানে পারফর্ম করেছেন ফেরদৌস ও নিঝুম রুবিনা। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল। মিউজিক করেছেন শওকত আলী ইমন।

এ জেড এম জাহাঙ্গীর কবির প্রযোজিত এ সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন পরিচালক মিনহাজ অভি। ফেরদৌস-নিঝুম ছাড়াও এতে অভিনয় করেছেন মুনমুন, রেবেকাসহ অনেকে। জয়া মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমার অন্যান্য গানের সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। নৃত্য পরিচালনা করেছেন মাসুম। চিত্রগ্রাহক হিসেবে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান। ২০১৫ সালের ৭ নভেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়।

আজকের বাজার/এএল