চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পূর্বসাহেব গ্রামের এক ব্যক্তি জ্বর, গলাব্যথা নিয়ে সোমবার রাতে মারা গেছেন। রাত সাড়ে ৮টার দিকে ওই গ্রামের মৃত হাসিমুদ্দিনের ছেলে মোজাম্মেল (৪৫) মারা যাওয়ার পর গ্রামটিকে লকডাউন করা হয়। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান জানান, মোজাম্মেল মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায় কৃষি কাজে (ধান কাটতে) গিয়েছিলেন। সোমবার সকাল ১১টার দিকে তিনি বাড়িতে আসেন। মোজাম্মেল বাড়িতে ফিরেই নিজেকে একটি ঘরে আবদ্ধ করে ফেলেন।
মৃতের শরীরে জ্বর ও গলাব্যথা ছিল। তবে সর্দি বা শ্বাসকষ্ট ছিল না। মৃত ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান উপজেলা চিকিৎসা কমকর্তা ডা. সারোয়ার জাহান। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, সকালে তার লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় পূর্বসাহেব গ্রাম লকডাউন করা হয়েছে। তিনি আরও জানান, মোজাম্মেলের সাথে আসা এরান নামে অপর এক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে। সূ্ত্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার