আসন্ন ঈদুল আজহার আগে সবাইকে জ্বর পরীক্ষা করে বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সবাই জ্বর পরীক্ষা করে ঈদে বাড়ি যাবেন। না হলে হীতে বিপরীত হবে।
রোববার সকালে শান্তিনগরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ পরামর্শ দেন।
এ সময় ডেঙ্গুর হাত থেকে রক্ষা না পাওয়া পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চলবে বলেও জানিয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে দুই সিটির হাতে দ্রুত কার্যকর ওষুধ আসবে। অত বেশি পরীক্ষা-নীরিক্ষায় যাওয়া যাবে না। এখন সংবেদনশীল মুহূর্ত।’
এ সময় কথা বেশি না বলে ডেঙ্গু দমনে সমন্বিতভাবে কাজ করতেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শোকের মাসে ডেঙ্গু থেকেও ভয়ঙ্কর এক অশুভ শক্তি সক্রিয় আছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শোকের মাসে এডিস মশা নিয়ে ব্যস্ত আছি। এ মাসে অশুভ শক্তি সক্রিয় আছে। যারা ডেঙ্গু থেকে ভয়ঙ্কর।
আজকের বাজার/এমএইচ