জ্বালানি তেলের দাম বেড়েছে বিশ্ববাজারে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। উৎপাদন কমানোয় বিশ্ববাজারে অশোধিত ব্রেন্ট তেলের দাম বেড়েছে বলে জানা গেছে। গত সোমবার ব্যারেলপ্রতি বিক্রি হয়েছে ৭০ ডলারে। খবর-রয়টার্স । তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়ার উৎপাদন কমানোর পর থেকেই দাম ক্রমান্বয়ে বাড়তে থাকে।

যদিও যুক্তরাষ্ট্র ও কানাডায় তেল উত্তোলন কার্যক্রম বেড়েছে, যা আগামী দিনে উৎপাদন আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।গত সোমবার আন্তর্জাতিক বাজারে অশোধিত ব্রেন্ট তেলের দাম ১৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়ায় ৭০ ডলার।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস অশোধিত তেলের দাম ২৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৬৪.৫৩ ডলারে দাঁড়িয়েছে।

আজকের বাজার:এসএস/১৭জানুয়ারি ২০১৮