প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ছবি সব সময়ই দর্শক আলোচনার শীর্ষে থাকে। এবার প্রতিষ্ঠানটির নতুন ছবি ‘জ্বীন’ এর পোস্টার গড়ল নতুন এক রেকর্ড। মানে জ্বীনের রেকর্ড ভাঙল ‘জ্বীন’।
জাজ মাল্টিমিডিয়ার কথায়, এর আগে জ্বীনের একটি পোস্টার ২,৫০০টি শেয়ার হয়ে পোড়ামন-২ সিনেমার একটি পোস্টারের ২,০০০টি শেয়ারের রেকর্ড ভেঙে বাংলা সিনেমার একটি নতুন রেকর্ড গড়েছিল। আবার জ্বীনের একটি পোস্টার জাজের পেইজে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় আপ করা হয়। দেখা গেল ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই এই পোস্টারটি ফেসবুকে দশ হাজার শেয়ার হয়ে দুই বাংলায় নতুন রেকর্ড গড়ল। এর আগে দুই বাংলায়, কোনো পোস্টারের দশ হাজার শেয়ার হয়নি। এত বড় রেকর্ড ভাঙা আর সহজ হবে না তা সহজেই অনুমেয়।
জানা গেছে, ছবিটি এখন ভিএফএক্স-এর টেবিলে রয়েছে। এছাড়া বাকি সকল কাজ শেষ।
নাদের চৌধুরীর পরিচালনায় জাজের এই ছবিতে অভিনয় করেছেন সজল, পূজা, রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, হিরা প্রমুখ। ছবিটি এবারের ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার গুঞ্জন ছিল কিন্তু কেন মুক্তি পায়নি সে বিষয়ে কিছু জানা যায়নি।
আজকের বাজার/আআ