জয়দেবপুরে ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের জয়দেবপুরে ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত এক যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ জুলাই) রাত ১২টার দিকে লালমনি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে কালো প্যান্ট ও ছাই রঙের ফুল শার্ট রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক এসএম রকিবুল হক জানান, জয়দেবপুর রেলওয়ে জংশনে রাতে লালমনি এক্সপ্রেসের ট্রেনটি এসে পৌঁছায়।

পরে ইঞ্জিনে পানি দিতে রেলওয়ে কর্মীরা ট্রেনের ছাদে ওঠে। এ সময় তারা ট্রেনের ছাদে ওই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে।

মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাজার/একেএ