শনিবার লাহোরের কেন্দ্রীয় কারাগারে একটি সন্ত্রাস বিরোধী আদালত এই রায় ঘোষণা করে।
জয়নাবকে অপহরণ, ধর্ষণ ও হত্যা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের চার অভিযোগে ইমরান আলীকে চারবার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অপরাধের মাত্রা বিবেচনায় একই সঙ্গে ইমরান আলী নামের ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্তত ২০ লাখ রুপি অর্থদণ্ড দেয়া হয়েছে।
গত ৪ জানুয়ারি আরবি পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় পাঞ্জাবের কাসুরের সাত বছরের শিশু জয়নাব আনসারি। শিশুটির মরদেহ পাঁচদিন পর শহরের একটি আবর্জনার স্তুপে পাওয়া যায়।
আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮