জয়পুরহাটের রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জয়পুরহাটের এইচএসসি পরীক্ষার্থী ফজলে রাব্বী হত্যা মামলার প্রধান আসামি রেজা শেখকে সদর থানা পুলিশ গ্রেফতার করেছে। বুধবার (১৬ মে) রাতে জেলা শহরের সওদাগর পাড়ার রেজার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মো. মোমিনুল হক বলেন, ফজলে রাব্বী হত্যা মামলার প্রধান আসামি রেজাকে জয়পুরহাট শহরের সওদাগর পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। রাব্বী হত্যা মামলার প্রধান আসামি রেজা বাড়িতে রয়েছে এমন গোপন খবরের প্রেক্ষিতে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেনের নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়।

উল্লেখ্য, গত ১০ মে সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের বঙ্গবন্ধু রোডে এই রাব্বী হত্যাকাণ্ড ঘটে।

আজকের বাজার/একেএ