জেলার অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের জন্য মাসিক কল্যাণ ভাতা হিসেবে ৬ লাখ ৫৫ হাজার ২শ টাকা মঞ্জুরী প্রদান করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র বাসস’কে জানায়, ২০২১-২২ অর্থ বছরের মঞ্জুরী কৃত ওই অর্থ ৩০ জুনের মধ্যে উত্তোলন পূর্বক জেলার অস্বচ্ছল সংস্কৃতিসেবী ৪২ জনের মাঝে বিতরণ করতে জেলা প্রশাসককে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংস্কৃতিসেবীদের গুরুত্ব বিবেচনায় নিয়ে অস্বচ্ছলদের জন্য ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন বলে জানান, নবনাট্য সংঘ জয়পুরহাট শাখার সভাপতি রাজা চৌধুরী এবং জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও স্থানীয় মুক্তিযুদ্ধের গবেষক আমিনুল হক বাবুল।