বাংলাদেশ আওয়ামীলীগ জয়পুরহাট জেলা শাখার ৭৫ সদস্য বিশিষ্ট পূণাঙ্গ জেলা কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেছে কেদ্রিীয় কমিটি। বাংলাদেশ আওয়ামী লীগ জয়পুরহাট জেলা শাখার ৭৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বহী কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৭৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি মো: আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি ১১ জন হচ্ছেন মোল্লা সামছুল আলম, এস এম সোলায়মান আলী, এ্যাড: মোমিন আহমেদ চৌধুরী জিপি, এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, রাজা চৌধুরী, সানোয়ার হোসেন, আব্দুল বারিক, মহসীন আলী, জাহিদুল আলম বেনু, মোকসেদ আলী মাস্টার। সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, গোলাম মাহফুজ চৌধুরী অবসর, মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ আরও অনেকে। এ ছাড়াও কার্য নির্বাহী কমিটির সদস্য পদে রয়েছে ৩৬ জন এবং উপদেষ্টা পরিষদ সদস্য রয়েছেন ১৯ জন। বাংলাদেশ আওয়ামীলীগ জয়পুরহাট জেলা কমিটি অনুমোদন করায় দলের সভনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: আরিফুর রহমান রকেট। উল্লেখ্য, ২০২০ সালের ১০ ডিসেম্বর জয়পুরহাট জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে শুধু সভাপতি হিসেবে আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক হিসাবে জাকির হোসেন মন্ডলের নাম ঘোষণা করা হয়েছিল। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান