‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় জয়পুরহাটে।
এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সেলায়মান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উম্মুল বানীন দ্যুতি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাম্মীম আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী, সুফিয়া সুলতানা প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাবিনা সুলতানা । পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান