জয়পুরহাটে আওয়ামী লীগের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে নৌকা মার্কায় ভোট চান দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
জয়পুরহাট পৌরসভা মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সকাল থেকেই যোগ দিতে থাকেন সবাই। এ সময়, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় দেয়ার আহবান জানান আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে জনগণের ভোট নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান তিনি।
পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকটে মোমিন আহমেদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক জাকির হোসেন, জেলা যুবলীগের সভাপতি সুমন কুমার সাহা প্রমুখ।
আরএম/