জয়পুরহাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জয়পুরহাট জেলা শহরের সোনারপট্টি এলাকা থেকে ৮শ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, আব্দুস সামাদ (৬০) ও মালেকা বেগম (৫৫)। তাদের বাড়ি ক্ষেতলাল উপজেলার হিন্দা গ্রামে।

সোমবার (২১ মে) দিবাগত রাতে মাদক বিরোধী চলমান বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা শহরের সোনারপট্টি এলাকায় ইয়াবা বিক্রির জন্য ওই দুই জন অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম হোসেন অভিযানের নেতৃত্ব দেন। এ সময় সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৮শ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী দু’জনকে হাতেনাতে আটক করা হয়।

দীর্ঘদিন ধরে জেলা শহরের বিভিন্ন স্থানে মাদক ইয়াবা বিক্রি করে আসছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় আটক সামাদ ও মালেকা। এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাজার/একেএ