জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক দুটি অভিযানে ৩০পিস ইয়াবা ও ৫০ পুড়িয়া গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ জুন) দিবাগত রাতে পাঁচবিবি পৌর এলাকার দমদমা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, পৌর এলাকার দমদমা এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাতাইশমঞ্জিল এলাকার নাজমুল হাসানের ছেলে জাকারিয়া আহসান জয় (২৮) ও সোনাপুর বাজার এলাকা হতে ৫০ পুড়িয়া গাঁজাসহ খোর্দ্দমশুল গ্রামের মৃত আব্বাস আলী মণ্ডলের ছেলে এনামুল হক রনিকে (৪৮) আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলাও হয়েছে বলে ওসি জানান।