খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে আবহাওয়া ভালো থাকায় রোপা আমনের এবারও বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। সোনালী ধানের হেলে পড়া শীষে এখন ঝলমল করছে জেলার মাঠ-ঘাট।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, জেলায় চলতি ২০২০-২১ মৌসুমে ৭১ হাজার ৪১০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের ৬৭ হাজার ৯৮০ হেক্টর, তের ৩ হাজার ৪১০ হেক্টও হাইব্রিড ও স্থানীয় জাতের রয়েছে এক হাজার ২০ হেক্টর। এতে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৭শ ৫৮ মেট্রিক টন । জয়পুরহাটের পাঁচ উপজেলাতেই রোপা আমন চাষ সফল করতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক ভাবে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এ ছাড়াও বিএডিসি (বীজ) থেকে উন্নত মানের ধানবীজ সরবরাহ করা হয় কৃষকদের মাঝে।
কৃষি বিভাগ জানায়, জয়পুরহাটে চলতি ২০২০-২১ মৌসুমে বৃষ্টিপাতের কোন সমস্যা ছিলনা। আবহাওয়া ভালো থাকায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় ৃকৃষক ও কৃষি বিভাগ। ধানের শীষের ভারে দাঁড়িয়ে থাকা ধান হেলে পড়েছে জমিতে। ইতোমধ্যে কিছু এলাকায় আগাম জাতের ধান কাটা শুরু হলেও নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে পুরোদমে ধান কাটা-মাড়াই শুরু হবে বলে বাসস’কে জানান , জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স ম মেফতাহুল বারি।
উল্লেখ্য, গত ২০১৯-২০ রোপা আমন চাষ মৌসুমে জেলায় ৭৩ হাজার ১৬০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছিল। এতে চাল উৎপাদন হয়েছিল ২ লাখ ২০ হাজার ৫ শ ৭০ মেট্রিক টন। যা জেলার খাদ্য চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা সম্ভব হয়েছিল বলে জানায় কৃষি বিভাগ।