জয়পুরহাটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮

গত ২৪ ঘণ্টায় জয়পুরহাটের কালাইয়ে নতুন করে আরও ৯ জন গার্মেন্টসকর্মীর শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তরা কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের পৃথক গ্রামের স্থায়ী বাসিন্দা।

এর আগে, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জফেরতরা নিজ নিজ গ্রামে ফিরলে করোনা সন্দেহে তাদের হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় আসা রিপোর্টে ৯ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। তাদের মধ্যে তিনজন নারী ও ছয়জন পুরুষ।

বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ সব তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের একজনকে গাজীপুর হাসপাতালে ও অন্যদের জেলার গোপীনাথপুর আইএইচটি’র আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে জয়পুরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ এ দাঁড়াল। জেলায় করোনা আক্রান্তদের ২২ জনই কালাই উপজেলার বাসিন্দা। অপরদিকে, করোনা সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭৯ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।