শিশুদের সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটদের নিয়ে আজ মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়েছে তিন দিনব্যাপী পারদর্শিতা ব্যাজ কোর্স-২০২০।
জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও জেলা স্কাউট কমিশনার ইশরাত ফারজানা প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী ওই ব্যাজ কোর্সের উদ্বোধন করেন। জেলা স্কাউট ভবনে আয়োজিত ব্যাজ কোর্সের কোর্স পরিচালক ও জেলা কাব লিডার হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ)আনজুমান আরা শাহীন, আঞ্চলিক উপ পরিচালক হামজার রহমান শামীম, জেলা স্কাউট সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, জেলা স্কাউটসের সহ সভাপতি শান্তি দেওয়ান, সদর উপজেলা কাব লিডার মাসুদুজ্জামান , কালাই উপজেলা কাব লিডার শাপলা পারভীন প্রমূখ।
সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাজ কোর্সে অংশগ্রহণকারী শিশুদের দৈনন্দিন প্রয়োজন বিশেষ করে পরিস্কার পরিচ্ছন্নতা, ফুলের বাগান তৈরি, বৃক্ষ রোপণ, সমাজসেবা, পাখি পর্যবেক্ষণ, রান্না, মডেল তৈরি, কবুতর ও মুরগি পালন, জনস্বাস্থ্য, সাইকেল চালানো , সাঁতার, প্রাথমিক প্রতিবিধান, শিশুর মারাত্মক ৬ টি রোগের নাম, স্যালাইন তৈরি সহ বিভিন্ন ব্যাজের উপর দক্ষতা অর্জন করবে পাশাপাশি শাপলা কাব এ্যওয়ার্ড লাভ করতে সক্ষম হবে। জেলার পাঁচ উপজেলার ১৮ টি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন কাব স্কাউট এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।