জয়পুরহাটে গণহত্যা দিবসের সভা অনুষ্ঠিত

মুক্তির মন্দির সোপানো তলে, কতো প্রাণ হলো বলিদান, লিখা আছে অশ্রুজলে.. জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীদের কন্ঠে অমর এ সংগীত পরিবেশনের মাধ্যমে জয়পুরহাটে শুরু করা হলো গণহত্যা দিবসের অনুষ্ঠান।

১৯৭১ সালের ২৫ মার্চ পাকসেনারা নিরীহ বাঙালীর ওপর নির্বিচারে গুলি চালিয়ে যে নারকীয় গণহত্যা চালিয়েছিল আজ রোববার শহীদ ডা. আবুল কাশেম ময়দানে সেই ’গণহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডকুমেন্টরী ফিল্ম শো’র আয়োজন করে জয়পুরহাটের জেলা প্রশাসন।

এ উপলক্ষে মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মোকাম্মেল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, সিভিল সার্জন ডা: হাবিবুল আহসান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুল্লাহেল বাকী, সাংবাদিক গবেষক আমিনুল হক বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, নন্দলাল পার্শী প্রমুখ।

শহীদ ডা: আবুল কাশেম ময়দানে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র প্রদর্শন, গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গণহত্যার উপর নির্মিত একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি ও সেই রাতের কথা বলতে এসেছি শীর্ষক ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন। জেলা তথ্য অফিস গণহত্যার উপর নির্মিত আলোকচিত্র প্রদর্শনের ব্যবস্থা করে।

এমআর/