জয়পুরহাটে গাজাসহ ৩৩ জন আটক

জয়পুরহাট জেলায় পৃথক বিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাজাসহ ৩৩ জন কে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গা এ অভিযান চালানো হয়।

জয়পুরহাট সদর থানা অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, বুধবার সকালে শহরের পাঁচুর মোড়ে এস আই পরিবহনে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাজা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার রামপাশা গ্রামের আবুল কালামের ছেলে সজিব আহমেদ বিল্লাহ (১৯) জয়পুরহাট সদর উপজেলার পেচুলিয়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম।

এছাড়া জেলার বিভিন্ন জায়গা থেকে ৩১ জন মাদক ব্যাবসায়ী ও সেবন কারীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন (ওসি)।

রাসেল/