জয়পুরহাটে ছুরিকাঘাতে যুবক হত্যা

জয়পুরহাট শহরে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুবৃর্ত্তরা।

নিহতের নাম সন্টু কুমার দাস (২৩)। তিনি শহরের সোনারপট্রির কুণ্ডুপাড়া মহল্লার মৃত রঘুনাথ দাসের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

মঙ্গলবার রাতে জেলা শহরের পাঁচবিবি সড়কের কালীমন্দিরের কাছে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার ভোরে জয় (২৭) নামে এক সুইপারকে আটক করেছে পুলিশ।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মো. মমিনুল হক জানান, রাত ১২টার দিকে রিকশাচালক সন্টু জয়পুরহাট রেলবস্তির সুইপারপট্টির দিক থেকে পায়ে হেঁটে কালীমন্দিরের পাশ দিয়ে কুণ্ডুপাড়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় অতর্কিতভাবে আক্রমণ চালিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। পরে আশপাশের পথচারীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার ভোররাতে অভিযান চালিয়ে জয়পুরহাট সুইপারপট্টি থেকে জয় নামে এক সুইপারকে আটক করা হয়েছে বলে জানান ওসি মো. মমিনুল হক।

আজকের বাজার/একেএ