মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাটে জেলা আওয়ামী লীগ গতকাল সোমবার ইফতারের আগে পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও স্বাধীনতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড: মোমিন আহম্মেদ চৌধুরী জিপি, গোলাম হক্কানি, এ্যাড: নৃপেন্দনাথ মন্ডল পিপি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জাহেদুল আলম বেনু, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা প্রমূখ। দোয়া ও ইফতার মাহফিলে জেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ দলীয় ইউপি চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান