কালাই উপজেলায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে সোমবার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহত আবুল কালাম আজাদ (৫২) বগুড়ার শিবগঞ্জ উপজেলার আরএন্ডআর পটেটো কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক। তার বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নে।
কালাই থানার পরিদর্শক আব্দুল মালেক জানান, আবুল কালাম আজাদ ও আলাউদ্দিন আল মামুন একই কোল্ড স্টোরেজে চাকরি করত। তারা মোকামতলা আর এন্ড আর পটেটো কোল্ড স্টোরেজ থেকে মোটরসাইকেল যোগে জয়পুরহাট জেলা শহরে যাচ্ছিলেন। কালাই উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে তারা দুজনে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আবুল কালাম আজাদ মারা যান। এছাড়া আলাউদ্দিন আল মামুন বর্তমানে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান