জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সমসাবাদ এলাকায় মঙ্গলবার সকালে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী এক কৃষক নিহত হয়েছেন। নিহত রবিউল ইসলাম (৫১) ওই এলাকার হবিবর রহমানের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর রহমান জানান, সকাল ৭টার দিকে রবিউল বাড়ি থেকে সাইকেলযোগে নিজের ফসলের জমি দেখতে বের হন রবিউল। কিন্তু ওই মাঠে পৌঁছানোর আগে পাঁচবিবি-কয়া সড়কে কোতোয়ালীবাগ থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টর তার সাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান