জয়পুরহাট-পাঁচবিবি সড়কের শিমুলতলী এলাকায় জিয়ার মোড় নামক স্থানে সোমবার সন্ধ্যায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত এবং যাত্রী আহত হয়েছেন।
মৃত ব্যক্তি বগুড়ার উপ শহরের মৃত গোলাম রব্বানীর ছেলে আশিব হোসেন (২৭) ও আহত ব্যক্তি একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মানিক হোসেন (৩০)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, আশ্বি ও মানিক নিজস্ব মোটর সাইকেলযোগে হিলি যাচ্ছিলেন। এ সময় জয়পুরহাট- পাঁচবিবি সড়কের শিমুলতলী এলাকার জিয়ার মোড় নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত আশিব হোসেন ও মানিককে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক আশিবকে মৃত্যু ঘোষণা করেন। আহত মানিক হোসেনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে।