জয়পুরহাট-বগুড়া সড়কে সোমবার রাত ১০টার দিকে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চালক মোশারফ হোসেন (২০) নিহত হয়েছেন।
মৃত মোশারফ হোসেন শেরপুর সদর উপজেলার লচমনপুর গ্রামের মজনু হোসেনের ছেলে।
কালাই থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)আব্দুল মালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জয়পুরহাট-বগুড়া সড়কের কালাইয়ার বাঁশের ব্রিজ এলাকায় সংস্কার কাজে নিয়োজিত বালুবাহী ট্রাক্টরের সঙ্গে বগুড়াগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের চালক মোশারফ হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।