জেলায় মৃত প্রায় তুলশীগঙ্গা নদীর পুনঃখনন কাজ শুরু হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি টাকা। শনিবার বিকলে ৫টায় পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকায় এ খনন কাজের উদ্বোধন করা হয়।
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামসুল আলম দুদু আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করেন। এতে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি টাকা। জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ড সূত্র জানান, জয়পুরহাট জেলার তুলশীগঙ্গা,ছোট যমুনা, চিরি ও হারাবতী নদী পুনঃ খনন প্রকল্পের আওতায় তুলশীগঙ্গা নদীর ১১ কিলোমিটার এলাকায় খনন করা হবে। এতে নাব্যতা সংকট দূর করতে নদীর আরো ৭ ফুট গভীরতা বাড়ানো হবে।
এ কাজ শেষ করতে সময় লাগবে ৪ মাস। খননকাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রভাষক মাসুদ রেজা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সুমন চৌধুরী প্রমুখ।