জেলার পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকার তুলশীগঙ্গা নদীতে খনন করার সময় ১০টি মূর্তি পাওয়া গেছে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন আজ জানান, উপজেলার পাথরঘাটা এলাকার তুলশীগঙ্গা নদীতে নব্যতা হ্রাসের জন্য সরকারি ভাবে খনন কাজ চলছে। নদীর তলদেশে খননের সময় বিকালে প্রথমে একটি লক্ষ্মী দেবীর মূর্তি পাওয়া যায়। মঙ্গলবার রাতে সেটি উদ্ধার করে সহকারি কমিশনার (ভূমি) এম এম আশিক রেজার মাধ্যমে জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় পাঠানো হয়। একক এই মূর্তিটির ওজন ৬২ কেজি উচ্চতা ৭২ সেন্টিমিটার। একটু পরে আরও ৯টি মূর্তি পাওয়ার খবর আসে। যা একটি পাথরের উপর পাশাপাশি সাজানো রয়েছে। নদী খননকালে মূর্তিগুলো দেখতে পায় শ্রমিকরা। খবর পেয়ে মূর্তিগুলো উদ্ধার করা হয়। মূর্তিগুলো দেশের অতি প্রাচীন নিদর্শন ও মহামূল্যবান। দুর্লভ এই মূর্তিগুলো কষ্টি পাথরের হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মূর্তি উদ্ধারের পরে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম জানান, এ গুলো প্রতœতত্ব বিভাগে পাঠানো হবে।