জয়পুরহাটে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জয়পুরহাট ষ্টেডিয়ামে আজ সকালে রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা রেটিং দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জর ডিআইজি মো: আব্দুল বাতেন। তিনি বলেন, খেলাধুলা মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে দূরে রাখে। সে কারণে সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত খেলাধুলা আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন। দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সহ সভাপতি এ্যাড: মোমিন আহম্মেদ চৌধুরী জিপি, এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গোলাম হক্কানী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মল্লিক, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মস্তোফা, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ আরও অনেকে। এ প্রতিযোগিতায় জয়পুরহাট জেলার ৯৬ জন দাবা খেলোয়াড় ২৪টি টিমে অংশগ্রহণ করছেন। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান