জয়পুরহাটে দুই শিশুকে ধর্ষনের মামলায় আবু সায়েমের ৬০ বছরের কারাদন্ড

Joypurhat

জেলায় দুই শিশুকে ধর্ষণ সংক্রান্ত মামলার রায়ে আবু সায়েম (৫৫) নামে এক ব্যাক্তিকে আজ ৬০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে স্থানীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এছাড়া ৩ লাখ টাকা জরিমানা করেছে, অনাদায়ে আরও ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে। জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলী এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৪ জুলাই সকালে জেলার পাঁচবিবি উপজেলার বীরনগর পূর্ব পাড়া গ্রামের মোজাফ্ফরের বাড়িতে দুধ নিতে যায় দুই শিশু বান্ধবী। দুধ নিয়ে ফিরে আসার সময় পথে আবু সায়েম নামে এক ব্যাক্তি টিভি দেখার কথা বলে বাড়ি ডেকে নিয়ে পর্যায়ক্রমে শিশু দু’টিকে ধর্ষণ করে। জেলা হাসপাতালে শিশু দু’টির চিকিৎসা করা হয়।

এ ব্যপারে মামলা হলে পুলিশ আবু সায়েমকে গ্রেফতার করলেও জামিনে বের হয়ে সে পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতে আদালত ওই রায় ঘোষণা করেন বলে জানান, জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাড. ফিরোজা চৌধুরী। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান