প্রতিটি বিদ্যালয়ে স্কাউট দল পরিচালনার মাধ্যমে সৎ, যোগ্য, দক্ষ, আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সোমবার জেলার কালাই উপজেলায় পৃথক ভাবে কাব স্কাউটিং বিষয়ক দুটি ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় এবং কালাই উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ৪৮৪ ও ৪৮৫ তম কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস, পটভূমি, ফান্ডমেন্টাল অব স্কাউটিং, সাংগঠনিক কাঠামো, বিভিন্ন প্রোগ্রাম, মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি, আদর্শ, আইন, প্রতিজ্ঞা, মটোসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। জয়পুরহাট জেলা স্কাউট কমিশনার ও স্থানিয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত ফারজানা প্রধান অতিথি হিসেবে ওেিয়ন্টেশন কোর্সের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইতি আরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ) লিডার ট্রেনার আঞ্জুমান আরা বেগম, জেলা স্কাউটস সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটসের সহকারি লিডার ট্রেনার ও জেলা স্কাউটসের সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, আব্দুল গণি, নুরুজ্জামান মন্ডল, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান মুকুল। প্রশিক্ষণে কালাই উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শ জন শিক্ষক অংশগ্রহণ করেন। শেষে তাদের হাতে সনদপত্র প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে স্কাউট দল খোলাসহ সৎ, যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে স্কাউটিংয়ের আদর্শকে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান