জয়পুরহাটে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে দুর্নীতি বিরোধী এক মতবিনিময় সভা শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথভাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল আজিজ। প্রধান অতিথি হিসেবে দুর্নীতি প্রতিরোধ মূলক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোকাম্মেল হক। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুজ্জান রাসেলের সঞ্চালনায় দুর্নীতি

বিরোধী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুল্লাহেল বাকী, সিনিয়র সহকারি পুলিশ সুপার একরামুল হক সরকার, সাবেক অধ্যক্ষ খাজা সামছুল আলম, এ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি, জেলা জাপার সভাপতি হেলাল উদ্দিন, গণফোরামের জেলা সভাপতি শ্যামল কুমার সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাড. শাহনুর রহমান শহীন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক ফকির, সদস্য সুফিয়া হক প্রমূখ।

শেষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোকাম্মেল হক।

এমআর/