জেলার কালাই থানা পুলিশ বানদিঘী গ্রামে বুধবার রাত সাড়ে ৮টার সময় অভিযান চালিয়ে দেশী তৈরি অস্ত্র, ২ রাউন্ড গুলি, ছিনতাই হওয়া দুটি মটরসাইকেল উদ্ধারসহ শীর্ষ আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, গ্রেফতার হওয়া তিন শীর্ষ আন্ত:জেলা ডাকাতদলের সদস্য বানদিঘী গ্রামের ছকির উদ্দিনের ছেলে মাহাবুর রহমান (৪২), আজিজুর রহমানের ছেলে বজলার রহমান বুলেট (৪৩) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল হামিদের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।
মাত্রাই ইউনিয়নের বানদিঘী গ্রামে ডাকাতির প্রস্তুতি গ্রহণের সময় গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ ওই অভিযান চালায়। এসময় ২ রাউন্ড গুলিসহ দেশীঅস্ত্র, ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম শুকনা গাঁজা, বিদেশী মদের বোতল,ছিনতাই হওয়া ২টি মোটর সাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকরা প্রাথমিক জিঞ্জাসাবাদে আন্ত্ঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশকে জানায়। যে কোন অপরাধ দমনে জেলা পুলিশের সদস্যরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। আটকদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মো: তরিকুল ইসলাম। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান