জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলার বাদীর ৫ বছরের কারাদণ্ড

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্ত মুন্নুজান বিবি (৩৭) সদর উপজেলার বিষ্ণুপর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

মঙ্গলবার জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ১৭ আগস্ট মুন্নুজান বিবি বাদী হয়ে তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা করেন। এতে নিজ গ্রামের মারুফ হোসেন ও তার বাবা-মাসহ চারজনকে আসামি করা হয়।

আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দিলে তদন্ত প্রতিবেদন আদালতে জমা হওয়ার আগেই মুন্নুজান বিবি আসামিদের সাথে আপোষ করার দাবি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলাটি প্রত্যাহারের আবেদন জানান। এ সময় তিনি মামলার অভিযোগ সত্য নয় বলেও আদালতের কাছে স্বীকার করেন।

এ ঘটনায় আদালতের বিচারক ধর্ষণের মিথ্যা অভিযোগে দায়ের করায় বাদীকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

আদালতের সরকারি বিশেষ কৌঁসুলি (স্পেশাল পিপি) অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী বলেন, ‘মামলার বাদীকে পুলিশি পাহারায় জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।’