জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ মামলার রায়ে যোষেক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।
আদালত সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টায় জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ রুস্তম আলী এ রায় দেন। দন্ডপ্রাপ্ত যোষেক জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মৃত ঠাকুরের ছেলে।
২০০৭ সালের ১৮ জানুয়ারি রাতে সাজাপ্রাপ্ত আসামী ওই গৃহবধূকে তার বাড়ি থেকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অজ্ঞান অবস্থায় প্রতিবেশীরা গৃহবধূকে উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে ওই গৃহবধু বাদী হয়ে জয়পুরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে যোষেককে আসামী করে মামলা দায়ে করেন। মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে বুধবার বিকেলে এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত যোষেক ঘটনার পর থেকে পলাতক রয়েছে । গ্রেফতার হওয়ার পর থেকে সাজা কার্যকর শুরু হবে রায়ে উল্লেখ করা হয়েছে। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি স্পেশাল পিপি এ্যাডভোকেট ফিরোজা চৌধুরী।