জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার শ্যামপুর গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আব্দুল করিম (৬০)। তিনি উপজেলার শ্যামপুর গ্রামের মৃত নফো প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আব্দুল করিম সকালে ধানখেত দেখতে গিয়ে বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজা-খুঁজির পর স্থানীয় কৃষকরা দুপুরে ধানখেতে তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, কী কারণে ওই কৃষকের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ/