জয়পুরহাট জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আজ বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি আরিফুর রহমান রকেট বলেন, আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নবগঠিত ৭৫ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন করেন। আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলের নেতৃত্বে নবগঠিত কমিটির সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিসহ কেন্দ্রীয় শহীদ মিনার ও সৃতিসৌধ্যে পুষ্পস্তকবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান