জয়পুরহাটের নারীরা নিজেদের স্বাবলম্বী করে তুলতে স্থানীয় পৌর মার্কেটে নিজেরাই গড়ে তুলেছেন মার্কেট। এটি ‘নারীদের মার্কেট’ নামে পরিচিত।
এই মার্কেটে হস্তশিল্প, তৈরি পোশাক, পার্লারসহ সেলাই প্রশিক্ষণের ব্যবসা করছেন নারীরা। এছাড়া রঙ-বেরঙের ঘর সাজানোর বিভিন্ন জিনিসও বিক্রি করছেন তারা।এ সব প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাচ্ছে নারীরা । সংসারের পাশাপাশি এ পেশায় আসতে পেরে তারা নিজেদের সফল বলেই মনে করে। আর নারী ক্রেতারাও পাচ্ছেন স্বস্তি।
তবে বাধাও কম নয়। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাদের ।বাধা অতিক্রমে সহযোগিতা পেলে তারা আরও সামনে এগিয়ে যেতে পারবে বলে মনে করে নারী ব্যবসায়ীরা।
আজকের বাজার/আরজেড