জয়পুরহাট সদর থানার দানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ আটজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সদস্য মাসুদ বলেন, এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে তিন শিশু ও পাঁচ নারী রয়েছেন।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন লেখার সময় উদ্ধার অভিযান চলছিল।
আজকের বাজার/এমএইচ