জয়পুরহাটে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ অস্ত্র বিক্রেতা আটক

জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকা থেকে মঙ্গলবার রাত ৮ টায় র‌্যাব- সদস্যরা বিদেশী পিস্তল গুলিও ম্যাগাজিনসহ রাজিব ইসলাম (২৭)নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে ।আটক ব্যক্তি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসুদেব এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটক রাজিব ইসলাম ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিল। আটাপাড়া রেলগেট এলাকায় অস্ত্র বেচা-কেনা হচ্ছে ।

এমন গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ৮ টায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা । এ সময় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ৭ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই অস্ত্র, মাদকসহ ৭ টি মামলা রয়েছে। আজ তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে ।