জয়পুরহাটের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২ জুলাই) দুপুরে উপজেলার ছোট হেলকুন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রাফিউল (৪)। রাফিউল উপজেলার ছোট হেলকুন্ডা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুরে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় সবার অজান্তে পানিতে ডুবে যায় রাফিউল। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে শিশুর মরদেহ ভেসে উঠে।
শিশুটিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বলেন, পুকুরের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি।
আজকের বাজার/একেএ