জয়পুরহাটে প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা পেলেন ২৩ জন

দুস্থ অসহায় যারা টাকা অভাবে চিকিৎসা করতে পারছে না এমন ২৩ জনের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে ৯ লাখ টাকার চেক তুলে দেওয়া হলো বৃহষ্পতিবার সকালে।

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দুস্থদের মাঝে ওই চেক বিতরণ করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে জয়পুরহাটের স্টেডিয়াম রোডের বাসা থেকে চেক বিতরণ অনুষ্ঠানে জয়পুরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি আজম আলী, আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ্যাড: সামছুল আলম দুদু এমপি বলেন, অসুস্থতা জনিত কারণে অসহায় ও দুস্থ যারা টাকা অভাবে চিকিৎসা করতে পারছে না তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মানবিক সহায়তা প্রাপ্ত দোগাছী ইউনিয়নের বোডঘর এলাকার দুস্থ হাজেরা বেগম বলেন, দীর্ঘদিন ধরে অসুখে ভুগলেও টাকার অভাবে চিকিৎসা করতে পারেনি। মানবিক সহায়তা পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন তিনি। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান