জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কেশবপুরের উত্তর গোপালপুর গ্রামে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ সোহেল রানা (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
র্যাবের ভাষ্য, সে ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৮/১০টি মাদক মামলা রয়েছে। সে গ্রামের সোলায়মান সরদারের ছেলে।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন জানান, জয়পুরহাট ক্যাম্পের র্যাবের একটি দল মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে মাদকদ্রব্য উদ্ধারে পাঁচবিবি উপজেলায় অভিযানে যায়। এ সময় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুরে র্যাবের একটি দল রাত ২টা ২০মিনিটে পৌঁছায়। সেখানে যাওয়া মাত্র মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় পাঁচ মিনিট গুলি বিনিময় হয়।একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা অন্ধকারে পালিয়ে যায়।
‘পরে ঘটনাস্থল তল্লাশি করে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তার পরিচয় সনাক্ত করা হয়’, বলেন র্যাবের এই কর্মকর্তা।
‘বন্দুকযুদ্ধে’ র্যাবের দুই সদস্য আহত হওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলিসহ ১টি ম্যাগাজিন, ৬০বোতল ভারতীয় ফেনসিডিল ও ২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
আজকের বাজার/এমএইচ