জয়পুরহাটে ভালো বেতনে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য আদম ব্যবসায়ী আব্দুল কুদ্দুসকে আটক করেছে র্যাব।
ভুক্তভোগী কিশোরীর ফুফাতো ভাই বুধবার সন্ধ্যায় জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ জানালে রাতেই উপজেলার চকশ্যাম এলাকা থেকে কুদ্দুসকে আটক করা হয়।
রাঘবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে কুদ্দুসের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, জয়পুরহাট পৌরসভার খনজনপুর এলাকার দরিদ্র পরিবারের ওই কিশোরীকে সৌদি আরবে ভালো বেতনে চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখান কুদ্দুস। পরিবারের সম্মতি নিয়ে মেয়েটি পাসপোর্ট তৈরির জন্য বুধবার বিকালে কুদ্দুসের সাথে দেখা করে। পরে তিনি মেয়েটিকে কৌশলে এক বাড়িতে নিয়ে ধর্ষণ করে আটকে রাখেন।
সন্ধ্যায় মেয়েটি বাড়ি না ফিরলে তার ফুফাতো ভাই বিষয়টি র্যাবকে জানালে তারা অভিযান চালিয়ে খনজনপুর এলাকা থেকে নির্যাতিত কিশোরীকে উদ্ধারের পর জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেই সাথে রাতে চকশ্যাম গ্রামে অভিযান চালিয়ে কুদ্দুসকে আটক করে সদর থানায় সোপর্দ করে।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।