জেলার কালাই উপজেলায় শুক্রবার রাত সাড়ে ৮টায় ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জে দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।মৃত ব্যক্তি ওই উপজেলার বেজখন্ড গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বাসস’কে জানায়, আব্দুল কাদের আব্দুল কাদের নিজ বাড়িতে শুক্রবার রাতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে যায়। এ সময় সংযোগকৃত একটি ছেঁড়া তারে হাত লাগলে আব্দুল কাদের বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদেরকে মৃত ঘোষণা করেন।