রাজশাহীর জয়পুরহাট সদর উপজেলায় মুরগীর খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ জুলাই) উপজেলার রাংতা গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
স্বামী রাংতা গ্রামের আব্দুল আজিজের ছেলে মজিবর রহমান (৪৭) এবং তার স্ত্রী কারিমা খাতুন (৩৮)।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুজ্জামান বেবী জানান, সকালে স্বামী মজিবর রহমান মুরগীর খামারে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। স্বামীকে উদ্ধার করতে স্ত্রী নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে যান।
এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা তাদের মরদেহ মুরগীর খামার থেকে উদ্ধার করে।
জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, আমরা তদন্ত করে দেখছি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি সত্যিই ঘটেছে কিনা।
আজকের বাজার/এসএম